বেনাপোল প্রতিনিধিঃ
মানব সেবায় নিয়োজিত যশোর বøাড ফাউন্ডেশন এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০ টার সময় বেনাপোল চেকপোষ্টে কেক কাটা, ক্রেষ্ট বিতরন ও আলোচনার মধ্যেমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর সভার নবনির্বাচিত মেয়র নাসির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর বøাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সুমন হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুইয়া। বøাড ফাউন্ডেশন এর উপদেষ্টা কমিটির সদস্য আশাদুজ্জামান আশা, মিলন হোসেন, বেনাপোল ৯ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন।
প্রধান অতিথি মেয়র নাসির উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু রেড ক্রিসেন্ট এর মাধ্যেমে রক্ত সংগ্রহ করেছেন। তিনি মনে করেছিলেন অসহায় দুস্থ মুমুর্ষ মানুষের যে কোন সময় রক্ত লাগতে পারে। তারা অর্থের অভাবে ক্রয় করতে পারবে না। তাই আগে থেকেই রক্ত সংগ্রহ করে রাখা প্রয়োজন। তিনি বাঙালী জাতিকে এতটা ভালবাসতেন যে তাদের কথা আগে থেকেই চিন্তা চেতনার মধ্যে তিনি মাথায় রাখতেন।
Leave a Reply