বেনাপোল প্রতিনিধিঃ
সন্ত্রাসী কর্মকান্ডে মজুদ রাখা ১৮ টি ককটেল উদ্ধারের আসামিকে গত ২৪ ঘন্টায় আটক করেছে পুলিশ। গত শনিবার ( ২ সেপ্টেম্বর) বেনাপোল স্থল বন্দর থেকে ককটেল উদ্ধারের র্যাবের এজাহার ভুক্ত আসামি ৮৯১ স্থল বন্দর এর শ্রমিক ইউনিয়নের লেবার সর্দার বাদল হোসেনকে (৪৫) বেনাপোল পোর্ট থানা পুলিশ সাড়াশি অভিযানে আটক করেছে আজ রোববার বেলা ২ টার সময়।
আটককৃত বাদল হোসেন বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুল জলিল এর ছেলে।
স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেন বেনাপোলে রয়েছে রাজনৈতিক গ্রæপিং। রাজনৈতিক এসব গ্রæপিং এর কারনে এখানকার রাজনৈতিক নেতারা ব্যবহার করেন স্থল বন্দরের শ্রমিকদের। একারনে হয়ত সামনে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে এসব বোমা মজুদ রাখতে পারে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, র্যাবের বোমা উদ্ধার এবং তাদের দেওয়া এজাহারে বাদল এর নাম থাকায় গত ২৪ ঘন্টার মধ্যে বাদলকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। বোমা মজুদ রাখার সাথে কারা জড়িত তাও খতিয়ে দেখা হবে। আটককৃত বাদলকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply