জবি থেকে মোঃ আবুল বাশার:
ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের নির্দেশনায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্যাম্পেইনটি ৭,৮ ও ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলবে। তিনদিন ব্যাপী এই ক্যাম্পেইনের আজ বুধবার প্রথম দিনে সকাল ১১টায় এমন দেশপ্রেমী কার্যক্রম উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ইমদাদুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার ড. কামাল উদ্দিন আহমদ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, প্রক্টর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় উপাচার্য বলেন, আমাদের ছোট্ট ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে দেশের অন্য ক্যাম্পাসের জন্য আদর্শ হিসেবে গড়ে তুলব। ক্যাম্পেইনে অন্যতম দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ জে সালেহ আহাম্মদ বলেন, আমরা যখন বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোতে ভিজিট করেছি তখন সেখানকার শিক্ষার্থীদের মাঝে আত্মপরিচ্ছন্নতার ব্যাপারে অনেক সচেতনতা দেখেছি যা আমাদের দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে খুব কম দেখা যায়। তাই ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইনের মত কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে চাই এবং আমাদের ক্যাম্পাসকে আন্তার্জাতিক মানের ক্যাম্পাসে পরিণত করতে চাই।
ক্যাম্পেইনে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন শিক্ষার্থী ভল্যেন্টিয়ার হিসেবে কাজ করার জন্য আবেদন করেছে। আজকের পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীদের মাঝে মাস্ক, গ্লাভস এবং পরিচ্ছন্নতার উপকরণ বিতরণ করা হয় এবং শিক্ষার্থীরাও উৎফুল্লতার সাথে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে এবং ক্যাম্পাস ও আশে পাশের জায়গা পরিষ্কার করে।
ক্যাম্পেইন শেষে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আকরাম বলেন ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ক্যাম্পাস পরিষ্কার কার্যক্রমে সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং সফলভাবে পালন করেছি। একই বিভাগের শিক্ষার্থী দোলন বলেন পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের লেখাপড়ার প্রতি মনোযোগ বৃদ্ধির সহায়ক হবে।
Leave a Reply