গেল বৃহস্পতিবার ওই ছয় জন কিশোর গ্যাংদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, গাজীপুর জেলার মোঃ বাছির খান এর ছেলে আবু তালহা (১৯), শরীয়তপুর জেলার আলাল সিকদার এর ছেলে মোঃ নয়ন সিকদার (১৯), জামালপুর জেলার মোঃ দানেস মিয়ার ছেলে মোঃ আব্দুর রহিম (১৮), ব্রাহ্মণবাড়ীয় জেলার মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ কাজী নজরুল ইসলাম (১৮), টাঙ্গাইল জেলার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ আরিফুল ইসলাম(১৮) ও কুমিল্লার জেলার মৃত শাহ্ আলমের ছেলে মোঃ সায়েত্তম (১৮)।
র্যাব-১ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টঙ্গী এলাকায় দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার করে আসছে দাদা ভাই নামক এই শিকোর গ্যাংটির গ্রুপ।
তাঁরা মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত রয়েছে।
যা বর্তমান সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিত ক্ষতির মুখে ধাবিত করছে। এরই প্রেক্ষিতে কিশোর গ্যাং এর বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব -১ সাস্প্রতিক সময়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়।
র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় কতিপয় কিশোর গ্যাং সদস্যরা ডাকাতির প্রস্ত্তুতি নিচ্ছেন। এসময় তাঁদের কাছ থেকে ছুরি, চাকু, রামদা দেশীয় অস্ত্র সহ আটক হয়।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর আভিযানিক দলটি গেল (৮-সেপ্টেম্বর) সারারাত ব্যাপী গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় অভিযান পরিচালনা করে ‘দাদা ভাই’ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্যদের আটক করা হয়।
Leave a Reply