গেল বুধবার (১৪ সেপ্টেম্বর) কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
গ্লোবাল ইনস্টিটিউট অফ ফুড সিকিউরিটি (জিআইএফএস) এর আওতায় দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা।
শিক্ষার্থী-ফ্যাকাল্টি-স্টাফ বিনিময় ও ইন্টার্ণশীপ প্রদান, নতুন কারিকুলাম প্রবর্তন এবং প্রকাশনা ও প্রশিক্ষণ উপাদান বিনিময় সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকটি কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট (রিসার্চ) ড. বালাজিৎ সিং এবং বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন।
কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়, সাচকাচুয়ানে অনুষ্ঠিত এ সমঝোতা স্মারক অনুষ্ঠানে সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ও গবেষকগণ এবং জিআইএফএস এর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান আহমেদ উপস্থিত ছিলেন। সংবাদ প্রেসবিজ্ঞপ্তি।
Leave a Reply