1. [email protected] : Dhaka Mail 24 : Dhaka Mail 24
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল দিয়ে ভারত থেকে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে বেনাপোল সীমান্তের অবহেলিত জনপদের উন্নয়নের দাবিতে লড়াই সংগ্রামের অপরনাম- মফিজুর রহমান সজন যশোরে শার্শার পাঁচ ভুলাট সীমান্তে ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার নতুন অভিজ্ঞতায় এক যাত্রা বেনাপোল চেকপোষ্টে যাত্রীর পাসপোর্ট যাত্রীর পায়ু পথ থেকে ২০ পিস স্বর্ণসহ ৩ পাচারকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবির যৌথ অভিযানে ১৭ টি স্বর্ণের বার সহ ১ পাচারকারী আটক বেনাপোল চেকপোষ্টে যাত্রীর পায়ুপথ থেকে ৬শ৯৬ গ্রাম স্বর্ণ উদ্ধার প্রধান মন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল চোরাচালান রোধে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস এর তল্লাশি কার্যক্রম বৃদ্ধি।।আতঙ্কে চোরাচালানিরা।। বেনাপোলে ফেনসিডিল সহ আটক -১

বেনাপোল সীমান্তে বিজিবি হাতে ২০ পিস স্বর্ণের বারসহ আবারো ১জন আটক

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২২০ বার পঠিত

আশানুর রহমান আশা, বেনাপোল থেকে:
শনিবার (১৭ সেপ্টেম্বর) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) যশোরের শার্শা র্পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়ার সময় আটক হয়েছে।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭-৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী বালুন্ডা মহিষাকুড়া ব্রীজ এর পার্শ্বে পাকা রাস্তার উপর তল্লাশি অভিযান পরিচালনা করে।

এ সময় তল্লাশি অভিযানে বিজিবি টহল দল কর্তৃক ২.৩৩৩ কেজি ওজনের মোট ২০ পিস স্বর্ণের বারসহ মোঃ হৃদয় হোসেন (২৩), পিতা-মোঃ রেজাউল ইসলাম, গ্রাম-কাগজ পুকুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করা হয়। স্বর্ণের বারগুলো আসামীর বাম হাতে থাকা টিয়া রঙের শপিং ব্যাগের মধ্যে অভিনব কায়দায় লুকানো ছিল।

আটককৃত আসামী স্বর্ণের বারগুলো সাতক্ষীরা মোড় নামক স্থান থেকে জনৈক ব্যক্তির নিকট হতে সংগ্রহ করেছে কিন্তু কার নিকট হতে সংগ্রহ করেছে তার নাম জানেনা।

ধৃত আসামী স্বর্ণের বারগুলো পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল যার আনুমানিক সিজার মূল্য-২,০০,৬৩,৮০০/- টাকা।

উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ০৯ (নয়) বার ১১ জন আসামীসহ সর্বমোট ১৯ কেজি ৯০৭ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য- (১৪,২৬,৫৯,৫৫০ ) (চৌদ্দ কোটি ছাব্বিশ লক্ষ উনষাট হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা। নয় বারের মধ্যে আগস্ট ২০২২ মাসেই ০৪ (চার) বার এবং সেপ্টেম্বর-২০২২ মাসে ০৩ (তিন) বার স্বর্ণ আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপরতা রয়েছে।


শেয়ারঃ

One response to “বেনাপোল সীমান্তে বিজিবি হাতে ২০ পিস স্বর্ণের বারসহ আবারো ১জন আটক”

  1. আমার মনে এসবের সঙ্গে সরকারি লোক জড়িত আছে, তা না হলে প্রতি মাসে অবৈধভাবে কিভাবে সম্ভব এমন চোরাকারবারী হয় ? এসব চোরা কারবারী বন্ধ হয় না হওয়ার কারণ হচ্ছে দুর্বল আইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২২ Dhaka Mail 24
Developed By UNIK BD