নিজস্ব প্রতিবেদক:
এ ঘটনায় গেল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা অব্দি হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে জনতা।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের এ ঘটনা ঘটে। নিহত লাভলী আক্তার টঙ্গীর এরশাদ নগর ৭নং ব্লকের মিজানুর রহমান টিটুর স্ত্রী।
লাভলীর বড় বোন নাজমা আক্তার অভিযোগে জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে সন্তান প্রসব করানোর জন্য ৩৭ হাজার টাকা চুক্তিতে ভর্তি করা হয় লাভলীকে ।
জানা গেছে, লাভলীকে অচেতন বা অবস না করেই সন্তান প্রসব করার জন্য সিজার করা হয়। কিছুক্ষন পর অপারেশন থিয়েটার থেকে অনেক চিৎকারের আওয়াজ আসতে থাকে। এসময় অপারেশন থিয়েটার (ওটি) থেকে একজন ডাক্তার এসে তার স্বামী টিটুর কাছ থেকে কৌশলে একটি কাগজে স্বাক্ষর নিয়ে বলে আপনাদের স্ত্রী ভালো আছে।
পরের দিন বিকালের দিকে রোগীর অবস্থা ধিরে ধিরে খারাপের দিকে গেলে রাতেই ধানমনন্ডি ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভুল চিকিৎসায় লাভলী আক্তারের মৃত্যু হয়েছে এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে লাভলীর স্বজন ও এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে ওই হাসপাতালের সামনে ভিড় জমিয়ে বিক্ষোভ করে।
পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ি থামিয়ে অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এ সময় তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসকের বিচার দাবি করেন।
লাভলীর স্বামী মিজানুর রহমান টিটু বলেন, ধানমনন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়ার পর ডাক্তারা বলে সিজারের রোগী এভাবে লাফানোর কথা না।ভুল চিকিৎসা করা হয়েছে। পরে টিটু তাঁর স্ত্রীকে বিকেল সাড়ে তিনটায় পুনরায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের আইসিউতে নিয়ে আসে। পরে বিকেল চারটার দিকে লাভলীর মৃত্যু হয়। ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার হাসমত আলী বলেন, ডা: সালমা নাহার তার (রোগীর) সিজার করেছে সে খুব ভালো ডাক্তার।এ পর্যন্ত সে অনেক রোগীর সিজার করছে, এমন কোন ঘটনা ঘটে নি।
সিজারের পর রোগীর খিচুনি শুরু হয়। এ বিষয়ে বিক্ষোভকারীগণ আক্ষেপ করে বলেন, কয়েক দিন পর পর এই হাসপাতালে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়। আমরা এই হাসপাতাল কতৃপক্ষ ও ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। সেই সাথে এই হাসপাতাল নামের কসাই খানাকে বন্ধের দাবী জানাই।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, রোগীর মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থালে চলে আসি।এসে দেখি রোগী ইম্পেরিয়াল হাসপাতালের ৫ম তালায় আইসিউতে চিকিৎসাধীন ছিলো। বিকেল ৪টায় লাভলী আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply