আশানুর রহমান আশা বেনাপোল
গেল মঙ্গলবার রাতে (২৭ সেপ্টেম্বর) বেনাপোল পোর্ট থানাধীন মালিপুতা নামক স্থান থেকে ২.১০০ কেজি ওজনের ১৮ টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি ) এর টহল দল।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে লে: কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি চৌকষ বিশেষ টহলদল আমড়াখালী বিজিবি পোস্টে অবস্থান নেয়।
গোয়েন্দা তথ্যের বর্ণণা অনুযায়ী সন্দেহভাজন মোটরসাইকেলটি টহলদলের নিকটবর্তী হলে থামানোর সংকেত দেয়। ওই সময় বাইক চালক না থেমে পালানোর চেষ্টা করলে বিজিবির টহল দল পিকআপযোগে ধাওয়া করে।
এতে চালক মালিপুতা নামক স্থানে গিয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেস্টা করে। এসময় বিজিবি টহল দল পিকআপ থেকে দ্রুত নেমে তাকে ধরার জন্য পিছু ধাওয়া করে। পরে সে গ্রামের মধ্যে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে ফেলে বাইকটি (রেজিষ্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো-ল- ১৭-৩২৫০ পালসার ১৫০ সিসি, রং-কালো) তল্লাশি করে হেড লাইটের কেসিং এর ভিতরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ২.১০০ কেজি ওজনের ১৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা। উদ্ধারকৃত মোটরসাইকেল ও স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় জমা করা হচ্ছে এবং পরবর্তীতে স্বর্ণের বার ট্রেজারীতে জমা করা হবে বলে জানান।
Leave a Reply