1. [email protected] : Dhaka Mail 24 : Dhaka Mail 24
  2. [email protected] : unikbd :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল সীমান্তের অবহেলিত জনপদের উন্নয়নের দাবিতে লড়াই সংগ্রামের অপরনাম- মফিজুর রহমান সজন যশোরে শার্শার পাঁচ ভুলাট সীমান্তে ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার নতুন অভিজ্ঞতায় এক যাত্রা বেনাপোল চেকপোষ্টে যাত্রীর পাসপোর্ট যাত্রীর পায়ু পথ থেকে ২০ পিস স্বর্ণসহ ৩ পাচারকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবির যৌথ অভিযানে ১৭ টি স্বর্ণের বার সহ ১ পাচারকারী আটক বেনাপোল চেকপোষ্টে যাত্রীর পায়ুপথ থেকে ৬শ৯৬ গ্রাম স্বর্ণ উদ্ধার প্রধান মন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল চোরাচালান রোধে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস এর তল্লাশি কার্যক্রম বৃদ্ধি।।আতঙ্কে চোরাচালানিরা।। বেনাপোলে ফেনসিডিল সহ আটক -১ বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল।। স্বাধীনভাবে বাঙালী জাতি মাথা উচু করে বেঁচে থাকুক পাকিস্তানি ভাবধারার মানুষ চায়নি ————-আশরাফুল আলম লিটন

কেউ মাঠে না থাকলেও আমরা আছি: মান্না

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৩৯ বার পঠিত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের সঙ্গে যারা জোটে আছেন, গণতন্ত্র মঞ্চসহ যে সাত দলকে নিয়ে জোট করেছি, তাদের নিয়ে কর্মসূচি ঘোষণা করছি।

আগামী ২৭ তারিখে আমরা সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করব। আমরা জানাতে চাই, কেউ যদি মাঠে না থাকে- তাহলে আমরা আছি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত : জীবিকা, সম্মান, বিচারের ন্যায্যতা পেতে কথা বলার অধিকার পেতে দুর্নীতি, লুটপাট, পাচারমুক্ত দেশ গড়তে স্বৈরাচার হঠাতে ভোটের অধিকার ফিরে পেতে’ শীর্ষক নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে ৭ জন নাগরিক ঐক্যে যোগদান করেন।

তিনি বলেন, ‘সব প্রতিকূলতা কাটিয়ে আমরা সমাধান খুজছি। কারণ যত অত্যাচার করবেন এতে মানুষের প্রতিবাদের ভাষা তত শক্তিশালী হয়। মানুষ প্রতিরোধে শক্তি অর্জন করে। এই বিশ্বাস এবং প্রত্যয় নিয়ে আমাদের সংগঠিত করার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে শত্রুতা করতে চাচ্ছি না, কারো বারা ভাতে আমরা ছাই দিতে যাচ্ছি না। আমাদের এই কর্মসূচি নিয়ে আপনাদের থেকে ইতিবাচক কথা শুনতে চাই। সেই লক্ষ্য নিয়ে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা এ লড়াইয়ে জিতব। ‘

ক্ষমতায় থাকার জন্য সরকারের ভারতের সমর্থন দরকার উল্লেখ করে মান্না বলেন, আমরা বাংলাদেশের পরিবর্তন করে দিতে পারি। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় থাকার জন্য ভারতের সমর্থন দরকার। ভারতের সমর্থন না থাকলে ক্ষমতায় থাকতে পারবেনা। মানুষ যখন জাগবেন তখন শ্রীলংকার মতো পালাতে হবে।

তিনি বলেন, আমাদের ফরেন রিজার্ভ নেই, যতটুকু প্রয়োজন ততটুকু নেই। আমাদের পেট্রোল নেই, ডিজেল নেই।

মান্না বলেন, এটা একটা জালিম সরকার। সরকারের সব অপকর্ম এখন ফাঁস হচ্ছে। গুম, খুন যত করেন সব জাতিসংঘের কাছে ধরা পড়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে গুম নেই। এ সরকারের এখন মৃত্যুর ঘন্টা বেজে গেছে, বেশিদিন টিকতে পারবে না। সরকার রিজার্ভ সমস্যা সমাধান করতে না পারলে, তেলের দাম, গ্যাসের দাম কমাতে না পারলে তাড়াতাড়ি ক্ষমতা থেকে চলে যান। দেশ শ্রীলংকার দিকে চলে যাচ্ছে।


শেয়ারঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২২ Dhaka Mail 24
Developed By UNIK BD