বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলে ৬ কেজি গাজা উদ্ধার হয়েছে। এসময় ওই গাজার ব্যবসার সাথে জড়িত একাধিক মামলার আসামি বাবুল ফকির (৪৮) রাজিব হোসেন (২৪) মিলন হোসেন (২১) নামে তিন জনকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে বেনাপোল পাটবাড়ি থেকে গাজার এ চালানটি সহ তাদের আটক করে।
আটককৃত বাবুল ফকির বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের রবিউল ফকির এর ছেলে,রাজিব হোসেন রায়পুর গ্রামের রহিমের ছেলে ও রঘুনাথপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে মিলন হোসেন।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে পাটবাড়ি মন্দির এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের যশোর জেল হাজাতে পাঠানো হয়েছে।
মোঃ আনিছুর রহমান
Leave a Reply