ভার ভার ভাব।
দিন যায়, দিন যায় তার খাওয়ায় অরুচি, বমন ইচ্ছা এই বুঝি উগরে দেবে সব।
আর কত নষ্টামিতে নষ্ট হবে বিবেক, মানবিক বোধ?
অনেক ভালোবেসেও ভরেনি যে, মন কত ভর্তুকি দিয়ে
ভরা হ’লো ভালোবাসার ঘর। তবুও পরকীয়ায় মত্ত। বিলাসী লালসায় উন্মত্ত অভিসার,
যেন সনদ বিহীন দেহ পসারিণী।
বলবো না ফিরে এসো সাজানো ভালোবাসার ঘরে,
তবে শুধু অপেক্ষায় সনদধারী হবে কবে!
নিজেকে নিজের মধ্যে খুঁজে দেখ তুমি কে! তুমি কার,
মনে পড়বে ভালোবাসার ঘর, ভালোবাসার ভীড় অনিবার। ভালোবাসার ঘরে কাঙ্খিত সূর্য, এসে
হেসে হেসে চলে যায় রোজ, বলে যায় আগামীর বারতা, সেদিনও আসবে সে
অন্যরকম বিশেষ কারো হয়ে।
কি কষ্ট যন্ত্রণায় কেটেছে কদিন
সময়ের দাবীতে প্রসব বেদনায় কলমের মুক্তি।
Leave a Reply