বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল স্থল বন্দরের সামনে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছে। রোববার সকাল ৭ টার সময় ভারতীয় ট্রাক ড্রাাইভার শ্যাম সুন্দর (৫৭) রাস্তা পার হওয়ার সময় বাংলাদেশী কুষ্টিয়া -ট-১১-১০৭৪ নং ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
নিহত শ্যাম সুন্দর ভারতের উত্তর প্রদেশের উমরালা কসি কালাম চচতা মতুরা এলাকার বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায় ঘটনাস্থল হতে জুট ভর্তি ট্রাক সহ ওই গাড়ির হেলপার শিলন হোসেন (২২) কে আটক করা হয়। সে গাড়িটি চালিয়ে বেনাপোল চেকপোষ্ট এর দিকে যাচ্ছিল। নিহতর সহযোগি ড্রাইভার অজিত জাদব বলেন বেনাপোল পোর্ট থানার মাত্র ১০০ গজের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
বেনাপোল পোর্ট থনার ওসি কামাল হোসেন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে। মৃত ব্যাক্তির লাশ ময়না তদন্তর জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply