আশানুর রহমান আশা ,বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল সীমান্ত থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ি জহুরুলকে (৩৪) পিস্তল,ম্যাগজিন,গুলি সহ আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি ) সদস্যরা। রোববার রাত সাড়ে ১১ টার সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের কামারবাড়ি মোড় থেকে আটক করে।
আটককৃত জহুরুল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জাহান আলী বিশ্বাসের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল তানভির রহমান বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে পুটখালী সীমান্তের কামারবাড়ি মোড়ে তল্লাশি করে জহুরুলকে তল্লাশি করলে তার কোমরে একটি ৯এম এম ইউএস এর তৈরী একটি পিস্তল , একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি পাওয়া যায়। আটককৃত অস্ত্র ব্যাবসায়ি জহুরুলকে অস্ত্র পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার নামে একাধিক মাদক মামলা ও রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply