বেনাপোল প্রতিনিধিঃ
যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন নিজামপুর ইউনিয়ন এর নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন। সোমবার বিকাল ৫ টার সময় নিজামপুর বাজারে ওই ইউনিয়নের ত্যাগি নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।
নিজামপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা কর্মীরা নিজামপুর ইউনিয়ন সহ গোটা শার্শায় শান্তি স্বস্তি ও উন্নয়ন এর রাজনীতি নিয়ে আলোচনা করেন। নেতা কর্মীরা মেয়র লিটন এর কাছে অভিযোগ করে বলেন আজ শার্শায় জামাত বিএনপি থেকে আসা হাইব্রিডরা ত্যাগি আওয়ামীলীগ নেতা কর্মীদের উপর অত্যাচার জুলুম নির্যাতন, মামলা হামলা চালাচ্ছে আমরা এর প্রতিকার চাই। এসময় সাবেক মেয়র আশরাফুল আলম লিটন তাদের অভিযোগ অনুযোগ ক্ষোভ দুঃখর সাথে এক মত পোষন করে বলেন আমার চেষ্টা একা করলে সব ঠিক হবে না। আপনাদের শান্তির শার্শা এবং প্রকৃত আওয়ামীলীগ পরিবারের কাছে তাদের রাজনীতি ফিরিয়ে দিতে হলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে দলের মধ্যে সকল বিভাজন বিভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। আমরা চাই শান্তি স্বস্তি ও উন্নয়নের শার্শা।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলয়াছ আযম, আওয়ামীলীগ নেতা বদিয়ার রহমান তরফদার, সাবেক নিজামপুর ইউপি চেয়ারম্যান আলীম রেজা বাপ্পী, বর্তমান চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন, নিজামপুর ইউনিয়ন আওয়ামী নেতা আশরাফুল আলম বাটুল,লক্ষনপুর ইউপি আওয়ামী নেতা শামিমুর রহমান প্রমুখ।
Leave a Reply