নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কোনাবাড়ির আমবাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে কোনাবাড়ি আমবাগ এলাকায় ক্যামব্রিয়ান স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সহকারী শিক্ষক খোকন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক পত্রিকার গাজীপুর সংবাদদাতা এম এ মমিন রানা। ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্যামব্রিয়ান স্কুলের মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক সুজন মিয়াসহ ছাত্র,ছাত্রীরা।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ধানমন্ডি ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু ঘাতকচক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
Leave a Reply