বেনাপোল প্রতিনিধিঃ
শার্শায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ৬ নং বসতপুর কলোনি রাসেল স্মৃতি সংসদ এর সামনে আলোচনা দোয়া ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল আলম লিটন।
সোমবার বিকাল সাড়ে ৪ টায় সময় বাগআঁচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়মীলীগ যুবলীগ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কালু মিয়া।
প্রধান অতিথি আশরাফুল আলম লিটন বলেন, ভালবাসা দিয়ে ভালবাসা অর্জন করতে হয়।জাতির জনক ভালবাসা দিয়ে সাড়ে সাত কোটি মানুষকে উজ্জিবিত করেছিল। তিনি বলেন জাতির জনক সহ তার পরিবারের সকল সদস্য দেশী বিদেশী আন্তর্জাতিক ঘাতক চক্রের ষড়যন্ত্রে নিহত হওয়া সত্বেও জননেত্রী শেখ হাসিনা কোন ভয় না পেয়ে দেশের জনগনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা ২৩ বার মৃত্যুর মুখোমুখি হয়েও আজ জনগনের জন্য কাজ করছে। পরিবারের বড় সন্তান হিসাবে শেখ হাসিনা মাতৃস্নেহে ছোট ভাই রাসেল কে লালন পালন করতেন। সেই রাসেলকে যেদিন ঘাতকরা নির্মম ভাবে হত্যা করেছিল সেদিন কত কষ্ট পেয়ে ছিলেন তা তিনিই জানেন। আমরা সকল অপশক্তিকে রুখে দিয়ে আগামি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও মতায় এনে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্টে পরিনত করব। তিনি বলেন আজ ভাল লাগছে এই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর বাসিন্দারা নিজেদের গোপালগঞ্জ শহরের সাথে তুলনা করেন। এখানে সকলে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীত হয়ে সকল অপশক্তিকে রুখে দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের নেতা কর্মী হয়ে কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য আহসান উল্লাহ মাষ্টার,শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, বেনাপোল পৌর সাবেক প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, আওয়ামীলীগ নেতা সাধন গোস্বামী প্রমুখ।
Leave a Reply