বেনাপোল প্রতিনিধিঃ
পুলিশের অভিযানে ২৬ বোতল বিদেশী মদ সহ এক নারী মাদক ব্যবসায়ি আটক হয়েছে। শনিবার সকাল ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রাম থেকে তাকে আটক করে পোর্ট থানা পুলিশ।
আটককৃত নারী মাদক ব্যাবসায়ি পারভিনা (২০) বড় আঁচড়া গ্রামের ইদ্রিস সদ্দার এর স্ত্রী। তবে সে ওই গ্রামে মিন্টুর বাড়ির বর্তমান ভাড়াটিয়া।
বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া বলেন গোপন সংবাদ এর ভিত্তিতে বড় আচঁড়ার মিন্টুর বাড়িতে অভিযান চালিয়ে পারভিনা নামে ওই নারীকে আটক করা হয়। এসময় ওবাইদুর ও হাদি নামে দুই জন আসামি সুকৌশলে পালিয়ে যায়। বিদেশী মদের মধ্যে রয়েছে ভ্যাট -৬৯ – ১৮ বোতল ও স্মাইরনফ ৮ বোতল। আটককৃত মাদক ব্যবসায়িকে মাদক মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply