নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরীর কড্ডা এলাকা থেকে ২৭’শ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গেল শনিবার (২২ অক্টোবর) বিকেলে বাসন থানার উপ-পরিদর্শক এসআই দীপঙ্কর রায় এ অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, নগরীর কাশিমপুর থানার হাজীপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে সুজন মিয়া (২৯), টাঙ্গাইলের ভূয়াপুর থানার বামনহাটা গ্রামের নান্নু মিয়ার ছেলে খন্দকার সুমন (৩০), নাওজোড় এলাকার সামছুদ্দিন মুন্সীর ছেলে আফজাল হোসেন (৪৩) ও নগরীর কড্ডা খোয়ারপাড়া এলাকার রশিদের বাড়ির ভাড়াটিয়া রজব আলীর ছেলে আলম মিয়া (২৫)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিম (জিএমপি) বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে গাজীপুরের কড্ডা খোয়ারপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ওই চার মাদক ব্যবসায়ীকেেআটক করা হয়। এসময়ে আরো কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। পরে তাঁদের দেহ তল্লাশী করে দুই হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, তাঁদের বিরুদ্ধে বাসন থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply