বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলে ভারতে পাচারের উদ্দেশ্য আনা ১ কেজি ২ শত গ্রাম (১০ পিছ) স্বর্ন সহ দুই সহদর আটক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার সময় বেনাপোলের গাজিপুর গ্রাম এর গনকবর এর পাশের পাকা রাস্তা থেকে ওই দুইজনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ।
আটককৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার দুই সহদর মিলন হোসেন (২৮)ও হিরন হোসেন (২৫)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক সাহেদ মিনহাজ সিদ্দিকি বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার গাজিপুর গনকবর এলাকায় অভিযান পরিচালনা করে দুই জন সন্দেহভাজন যুবককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে কোমরে থাকা বেল্ডের মধ্যে থেকে উভয়ের কাছে থাকা ৫ পিছ করে ১০ পিছ স্বর্ণর বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ২০০ গ্রাম। আটককৃতদের স্বর্ণ সহ বেনাপোল পোর্ট থানায় পাচার মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply