বেনাপোল প্রতিনিধিঃ
শার্শার লক্ষনপুর থেকে ৫ কোটি টাকার ৭ কেজি ওজনের ৬২পিছ স্বর্ণ উদ্ধার হয়েছে। সোমবার দুপুরের সময় উপজেলার লক্ষনপুর আমতলা নামক স্থান থেকে ভারতে পাচারের জন্য আনা স্বর্ণের এ বিশাল চালানটি উদ্ধার করে গোড়পাড়া তদন্ত ফাঁড়ির পুলিশ।
আটককৃতরা হলো শার্শা উপজেলার নাইম হোসেন (২৮)ও আজাহারুল ইসলাম (৩০)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, স্বর্ণ উদ্ধার হয়েছে আগামিকাল এ বিষয় প্রেস ব্রিফিং এর মাধ্যেমে বিস্তারিত জানানো হবে।
নাভারন সার্কেল এডিশনাল এসপি জুয়েল ইমরান বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে লক্ষনপুর এলাকায় অভিযান পরিচালনা করে নাইম ও আজাহারুল ইসলামকে ৭ কেজি ২৫ গ্রাম স্বর্ন (৬২ পিছ) সহ আটক করা হয়। তারা ভারতে পাচারের জন্য স্বর্ণের এ চালানটি ওই সীমান্ত এলাকায় এনেছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মুল্যা ৫ কোটি ৩৩ লাখ টাকা।
Leave a Reply