1. [email protected] : Dhaka Mail 24 : Dhaka Mail 24
  2. [email protected] : unikbd :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর সিটির নতুন পরিষদের সভায় কিরণের দুর্নীতির তদন্তের সিদ্ধান্ত গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের দুর্নীতি, অনুমোদন ছাড়াই হাজার কোটি টাকার সহ্রাধিক প্রকল্প বেনাপোলে পৃথক অভিযানে ২০৯ বোতল ফেনসিডিল সহ আটক-১ বেনাপোলে সব গোয়েন্দা সংস্থার নজরদারি থাকা সত্বেও বোমা মজুদ থেমে নেই বেনাপোল স্থল বন্দর এলাকা থেকে একদিনের ব্যবধানে আবারো ২৩ বোমা উদ্ধার বেনাপোলে বোমা মজুদ রাখার অভিযোগে শ্রমিক সর্দার বাদল আটক আযুর্বেদিক প্রতিষ্ঠান আয়ুশ লিঃ এর মালিক মোস্তফা ও তার স্ত্রী কারাগারে বেনাপোল বন্দর এলাকায় মাটির নিচে থেকে উদ্ধার হলো তাজা ১৮ টি বোমা বেনাপোলে যশোর বøাড ফাউন্ডেশন এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বেনাপোল নোম্যান্সল্যান্ডে এপার বাংলা ওপার বাংলা সৌহার্দ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন উৎসব

ফাইতংয়ে ইটভাটার জন্য নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়, নীরব ভূমিকায় প্রশাসন

  • প্রকাশিতঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৭১ বার পঠিত

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:

প্রতিবছরের ন্যায় এবারো পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটা গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে।পাহাড়ে বর্ষায় সবুজ প্রকৃতি সাজতে শুরু হলেও সেই পাহাড়ের বুকে আঘাত শুরু করেছে ইটভাটার মালিকরা।

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অন্তত ৩০টি ইট ভাটায় মাটির জন্য সাবাড় করা হচ্ছে অসংখ্য সবুজ পাহাড় ও ফসলী জমি।

সংশ্লিষ্টরা মনে করেন উন্নয়নের জন্য ইটভাটা প্রয়োজন। তবে ব্যঙের ছাতার মতো অবৈধভাবে গড়ে উঠা ভাটার কারণে পাহাড়ের প্রকৃতির সীমাহীন ক্ষতি হচ্ছে অভিযোগ পরিবেশবাদীদের।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, লামা উপজেলার ফাইতং ইউনিয়নের তিনটি ওয়ার্ডে এবার গড়ে উঠেছে ৩০টি ইটভাটা। সবগুলো ভাটা স্কুল, জনবসতী গ্রাম, খালেরপাড় এবং সড়কের পাশে তৈরী করা হয়েছে।

 

চলমান বর্ষার শুরু থেকে এই ইটভাটাগুলো এক্সকাভেটর দিয়ে পাহাড় কেটে মৌসুমের জন্য মাটি মজুদ করেছে। এখনো চলছে পাহাড় কাটার কার্যক্রম। আর কয়েকদিন পরেই এই ফাইতং এলাকায় যন্ত্রের গর্জন ও ধুলাবালুতে বর্ষার সবুজ প্রকৃতি হারিয়ে যাবে এমনটি জানিয়েছেন স্থানীয়রা। শুধু ফাইতং ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ৩০টি অবৈধ ইটভাটা থাকার কথা নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক।

 

ফাইতং ইউনিয়নের মে অংপাড়ার বাসিন্দা মংপ্রুচিং মারমা ও অতই মারমা বলেছেন, শুধু এ বছর নয়, কয়েক বছর ধরে কাটতে কাটতে পাড়ার পাহাড়টি এখন প্রায় শেষ হওয়ার পথে। তিনি আরো জানান, যেভাবে দিন-রাত অবিরাম কাটা হচ্ছে, তাতে এ বছর আর এ পাহাড়ের অস্তিত্ব থাকবে না। পাহাড়টি পাড়াবাসীকে কালবৈশাখী ও ঘূর্ণিঝড় থেকে রক্ষা করত।

ইটভাটার মালিকেরা প্রভাবশালী। পাহাড় কাটতে বাধা দিলে তাঁরা মামলা-হামলার হুমকি দেন। সরেজমিন গেলে আরো দেখা যায়, ইউনিয়নের রাইম্যাখোলা শিবাতলীপাড়া ৭নং ওয়ার্ড এলাকায় এবিসি ব্রীকফিল্ডের মালিক বেলাল উদ্দিন স্কেভটর দিয়ে কাটতে শুরু করেছে সবুজে ঘেরা পাহাড়। বনবিভাগের নেই কোন তদারকি।

ইটভাটা মালিক ও পাহাড় খেকোদের কাছে বনবিভাগ যেন এক নীরব দর্শক। পাহাড় কাটার বিষয়ে সাংবাদিকরা বেলাল উদ্দিনের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কিন্তু তার ব্রীকফিল্ডের ম্যানেজারের সাথে কথা বলে জানা যায়, প্রশাসন থেকে শুরু করে সবাইকে ম্যানেজ করেই তারা এ পাহাড় কাটতেছে।

এদিকে বেলাল উদ্দিন রাত দিন সমানভাবে পাহাড় কেটে গেলেও নীরব পরিবেশবাদী সংগঠনগুলোও। শিবাতলীপাড়া এলাকার ইউসুফের সাথে কথা বলে জানা যায়, গত বছর বর্ষা মৌসুমেও পাহাড় কাটা হয়েছে। এরপর বেশ কয়েক মাস বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে পাহাড় কাটা। ইট পুড়ানো মৌসুম এলে পুরো ফাইতং ইউনিয়নের মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়ে। অবৈধ ইটভাটাগুলোতে পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন তৎপর হলে সাধারণ মানুষ উপকৃত হবে।

এবিষয়ে কথা বলতে বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো: ফখর উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং অফিস প্রধানের সাথে যোগাযোগ করতে বলেন।


শেয়ারঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২২ Dhaka Mail 24
Developed By UNIK BD