নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি কাশিমপুর জেলখানা রোড সংলগ্ন একটি ঝুটগুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।
শনিবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও কাশিমপুর দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) ফায়ারসার্র্ভিসের কর্মীরা ঘটনা স্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
জয়দেবপুর ফায়ারসার্ভিস স্টীশন অফিসার আরিফিন আল মামুন জানান, নগরীর কোনাবাড়ি কাশিমপুর জেলখানা রোডস্থ মোঃ সেলিম শেখের ঝুটগুদামে শনিবার দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘঠে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ারসার্ভিসের ৩, কালিয়াকৈর ২ ও কাশিমপুর ডিবিএলসহ মোট ৭ ইউনিটের কর্মীরা ঘটনাস্থালে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনে পুড়ে গুদামের সব মালামাল পুড়ে ছাই হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি। আগুনে পুড়ে প্রায় ১০ কোটি টাকার মত ক্ষতিসাধন হয়েছে।
Leave a Reply