স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)’র কর্তৃক টিচিং লোড ক্যালকুলেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
রোবাবর সকালে (১৩ নভেম্বর) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয।
প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
(আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রজারার প্রফেসর তোফায়েল আহমেদ।
এ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্বমানের শিক্ষা ও গবেষণায় সাফল্য অর্জনে ছাত্র-শিক্ষক সংখ্যানুপাত এবং সময়োপযোগি আধুনিক কোর্স-কারিকুলাম প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষা ও গবেষণা কার্যক্রমে গতিশীলতা আনয়নে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।
প্রশিক্ষণটি এসডিজি-৪ কে লক্ষ্য করে আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ এবং অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. আসিফ রেজা অনীক প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)’র আয়োজনে এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডীন এবং বিভাগীয় প্রধানগণ অংশ গ্রহণ করেন।
Leave a Reply