আশানুর রহমান বেনাপোল সংবাদদাতা-
শার্শা উপজেলার পাচভুলাট সিমান্তে অভিযান চালিয়ে খুলনা ব্যাটালিয়নের (২১) বিজিবি সদস্যরা ৮২ পিস স্বর্ন সহ ১ টি মোটর সাইকেল আটক করেন। গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে স্বর্নের চালানটি আটক করা হয়। খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে : কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচভূলাট বিওপি’র একটি বিশেষ টহল দল নম্বর-৬২৪৮২ হাবিলদার মোঃ মালেক গাজী এর নেতৃত্বে পাঁচভূলাট গ্রামস্থ রহমতপুর ইটের ভাটার কাঁচা রাস্তার উপর (জিআর নং-৮৭৫৪২৮ এমএস-৭৯ বি/১৩) এর পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়া হয়। কিছুক্ষন পর বিজিবি টহল দল ১ জন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। উক্ত ব্যক্তি মোটর সাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে মোটর সাইকেল হতে ছিটকে পড়ে যায় এবং তার সাথে থাকা স্বর্নের বারের ব্যাগ পার্শ্বে পড়ে যায়। বিজিবি টহল দল আসামীকে ধরার জন্য পিছনে ধাওয়া করলে পলাতক আসামী (মোহাম্মদ মেহেদী (২৫), পিতা-মোঃ আব্দুল করিম, গ্রাম-পুটখালী, পোস্ট-বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা – যশোর) দৌড়ে পালিয়ে যায়। উক্ত অভিযানে বিজিবি টহল দল কর্তৃক ৯.৫৫৮ কেজি ওজনের মোট ৮২ পিস স্বর্নের বার এবং ০১ টি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। স্বর্ণের বারগুলো পাঁচভূলাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল যার আনুমানিক সিজার মূল্য-৬,৮০,২০,০০০/- টাকা। আটক স্বর্নের চালানটি স্বর্ন ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১৬ (ষোল) বারে ১৭ জন আসামীসহ সর্বমোট ৪০ কেজি ৬৫৮ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে,।
Leave a Reply