গেল শুক্রবার ১৮ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থান থেকে তাকে আটক করা হয়। তিনি চনপাড়া বস্তি এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসার মূলহোতা বলে র্যাব-১ জানায়।
বজলুর রহমান বজলু নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়া এলাকার মৃত নাদের বক্স, মাতা মিয়ার ছেলে।
গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ২২০ গ্রাম হেরোইন, ১টি মোবাইল, ভারতীয় দুই হাজার পাঁচ’শ জাল রুপি, বাংলাদেশী ৭৫ হাজার জাল টাকা এবং মাদক বিক্রির নগদ ২১,৫০০টাকা উদ্ধার করা হয়।
বজলুর রহমান@ বজলু একজন চিহ্নিত অস্ত্রধারী, দূর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে পরিচিত। সে দীর্ঘ দিন যাবত মাদক কারবারের সাথে জড়িত বলে জানা গেছে।
এছাড়া নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলাতে তার বেশ কয়েকজন সহযোগী হিসেবে কাজ করে থাকে। এছাড়াও গ্রেফতারকৃত আসামী মোঃ বজলুর রহমান@ বজলু এর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অপরাধে এখন পর্যন্ত ২৩ টি মামলার রেকর্ড পাওয়া গিয়েছে। বজলুকে আদালতে পাঠানো হয়েছে। প্রতিবেদক: এম রানা।
Leave a Reply