বেনাপোল প্রতিনিধিঃ
৫বছর পর প্রধান মন্ত্রী শেখ হাসিনার যশোর আগমন উপলক্ষে বেনাপোল পৌর সভায় এক বর্ণাঢ্য আনন্দ প্রচার মিছিল হয়েছে। যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইনের নেতৃত্বে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা প্রচার মিছিল বের হয় বেনাপোল সোনালী ব্যাংক চত্বর থেকে।
সোমবার বিকাল ৫ টার সময় প্রচার মিছিলটি বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সোনালী ব্যাংকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন বলেন, দেশ যখন উন্নয়নে এগিয়ে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে, ঠিক সেই মুহুর্তে বিএনপি জামাতের অপশক্তিরা দেশকে অরাজকতার সৃষ্টির জন্য পায়তারা করছে। তারা বিভিন্ন ভাবে সরকারকে অপবাদ এবং আন্দোলন সংগ্রামের নামে জ্বালাও পোড়াও এর ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগে এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। শেখ হাসিনার উন্নয়নের পথে যদি কেউ বাধা সৃষ্টি করে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এসময় তিনি জামাত বিএনপিকে দেশের মানুষকে বিভ্রান্ত এবং অরাজকতা সৃষ্টি থেকে সরে আসতে বলেন এবং সুষ্ঠু ধারার রাজনীতি করার আহবান জানান। নইলে সমুচিত শিক্ষা দিয়ে রাজনীতি থেকে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিনুর রহমান লিটন,মাহবুব রহমান, নাসির উদ্দিন, জিল্লুর রহমান যুগ্ম সাধারন সম্পাদক চঞ্চল মাহমুদ, ছাত্র নেতা রোকনুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী ছাত্রলীগের সভাপতি এনামুল হক মুকুল, যুবলীগ নেতা মাহাবুর রহমান,নাজমুল হোসেন দিদার হোসেন প্রমুখ।
Leave a Reply