আশানুর রহমান আশা বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় একটি ভ্যান তল্লাশী করে ০১(এক) কেজি ওজনের ০৯(নয়টি) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৪৯ বিজিবি)’র সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
রোববার ভোর রাতে সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্ট খেকে এ স্বর্ণবার আটক করে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকি জানান, তাদের কাছে গোপন খবর ছিল ভারতে স্বর্ণ পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারী বাড়ায়। এক পর্যায়ে শার্শার আমড়াখালী চেকপোস্টে একটি ইঞ্জিন চালিত তিন চাকার ভ্যান গতিরোধ করলে চালক ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে ভ্যান তল্লাশী করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৯টি স্বর্ণ বার পাওয়া যায়।
পলাতক ভ্যান চালক মিলন ওরফে ছোট বাবু (৩৫) শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নাধীন সাতমাইল বাজারের মহর আলীর ছেলে।
উদ্ধারকৃত ০৯টি স্বর্ণের বারের বর্তমান মূল্য ৯৩ লাখ টাকা। পলাতক আসামী ভ্যান চালক মিলনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ট্রেজারীতে জমা করা হয়েছে।
Leave a Reply