বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল চেকপোষ্ট বড়আঁচড়া এমপি মোড় হতে ১৭ বোতল ভারতীয় মদ, ২০ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজা সহ দুলাল মাতুব্বর (৪৫),রাকিব হোসেন(২০) ও মাহাবুব রহমান(৩৪) নামের তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে,মঙ্গলবার (২৯ নভেম্বর) গোপন তথ্য পেয়ে বেলা ১২ টা পর্যন্ত পৃথক তিনটি অভিযান পরিচালনা করে উপরিল্লিখিত এলাকায় অপো রত একটি বাংলাদেশি ট্রাক থেকে ১৭ বোতল ভারতীয় মদ সহ দুলালকে, একই স্থান থেকে ২০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ রাকিবকে ও ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল সহ মাহাবুব রহমান কে গ্রেফতার করে পুলিশ।
আসামীদের ঠিকানা:- বরিশাল গৌরনদী এলাকার মৃত হাসেম মাতুব্বরের ছেলে দুলাল মাতুব্বর (৪৫), বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামের শরিফুলের ছেলে রাকিব হোসেন (২০) ও একই থানাধীন নারায়নপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে মাহাবুর রহমান (৩৪)।
আসামীদের গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটককৃত ভারতীয় মদ,ফেন্সিডিল ও গাঁজা দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে উপরিল্লিখিত নামের মাদক পাচারকারীরা এমপি মোড়ে অবস্থান করা কালীন সময় গোপন তথ্য পেয়ে অত্র থানা পুলিশের একটি চৌকষ দল সেখানে অভিযান চালায়। উক্ত অভিযানে আটক মাদকদ্রব্য সহ ৩ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে ওসি জানিয়েছেন।
Leave a Reply