সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পরে, ডিবিএল ফায়ার সার্ভিসের ১টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ১টি মোট চারটি ইউনিটের কাজ করে প্রায় এক ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় কোনাবাড়ি থানা পুলিশ, শিল্প পুলিশ ও স্থানীয়রা আগুন নেভাতে সহায়তায় করেন।
পুলিশ জানায়, ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে পাশে থাকা মোঃ ফজলুল মোল্লার টিনসেট বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ২২টি রুম, ১০টি ঝুট গুদামসহ মালামাল পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরিফুল জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি। তদন্ত করে বলা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।
Leave a Reply