আশানুর রহমান,বেনাপোল প্রতিনিধিঃ
ভারতগামী পাসপোর্ট যাত্রীদের ভারতের পেট্রাপোল কাস্টমস কর্তৃক হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। প্রতিদিন বেনাপোল চেকপোষ্ট হয়ে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় ৬ থেকে ৭ হাজার যাত্রী যাতায়াত করে থাকে। এর মধ্যে সিংহভাগ যাত্রী বাংলাদেশী। প্রতিবেশী রাষ্ট্র ভারত সেই সুবাদে এখানে চিকিৎসা, ভ্রমন, ব্যবসা সহ বিভিন্ন পেশার যাত্রীরা যাতায়াত করে থাকে। আর এসব যাত্রীদের নিকট থেকে অর্থ বানিজ্য সহ খারাপ আচারন এর একাধিক বার একাধিক অভিযোগের তীর ভারতের পেট্রাপোল কাস্টমস এর বিরুদ্ধে।
ঢাকার পাসপোর্ট যাত্রী আলমগীর হোসেন ভারত থেকে ফিরে বেনাপোল চেকপোষ্টে জানায় ভারতের পেট্রাপোল চেকপোষ্টের কাস্টমস অর্থ বানিজ্য সহ নানা ভাবে হয়রানি করে থাকে। ভারত প্রবেশের সময় ডলার, টাকা, রুপি চেক করে অনেক সময় গায়ে হাত দিয়ে। এতে পাসপোর্ট যাত্রীদের সন্মান ক্ষুন্ম হয়। এছাড়া ফেরার পথে যাত্রীরা সেখান থেকে কিছু কেনা কাটা করে আনলে তারা আটকে রাখে অর্থের জন্য। আবার অনেককে দেখা যায় কাস্টমসে প্রবেশের আগে বাহিরে রয়েছে কাস্টমস এর একটি দালাল চক্র। এ চক্র বলে কাস্টমসে নিরাপদে চলে যাবেন। স্লিপ নিয়ে যান। অনেকে ঝামেলা এড়াতে টাকা দিয়ে স্লিপ নিয়ে প্রবেশ করে কাস্টমসে। সেখানে দাঁড়িয়ে দেখা যায় যারা পরিবারের কেনা কাটা করেছে সামান্য তাদের আটকে রাখা হয়েছে। আবার যারা ব্যবসায়িক ভাবে আসছে তাদের হাসি মুখে বিদায় দেওয়া হচ্ছে। এসব পণ্য আনা নেওয়ার মধ্যে ভারতীয় পাসপোর্ট যাত্রী ও আছে। এরা বাইরে থেকে টোকেন এনে দিচ্ছে কাস্টমসে আর বেরিয় যাচ্ছে। অথচ সাধারন যাত্রীরা শিকার হচ্ছে হয়রানির।
খুলনার আরজিনা খাতুন বলেন, আমি চিকিৎসার জন্য ভারত গিয়েছিলাম । সেখানে প্রায় এক মাস চিকিৎসা শেষে পেট্রাপোল কাস্টমসে প্রবেশ করলে আমার পাসপোর্ট নিয়ে নানা ধরনের প্রশ্ন করে আমাকে সময় ক্ষেপন করে। এবং আমার দীর্ঘ সময় সেদেশে থাকার জন্য কাছে থাকা সামান্য কেনা কাটা ও তারা রেখে দেওয়ার হুমকি দেয়। এরপর আমার নিকট থেকে বাংলাদেশী ৫০০ টাকা নিয়ে ছেড়ে দেয়। এরকম অনেক যাত্রীদের সাথে তারা খারাপ আচারন করেন।
একই ভাবে অভিযোগ করেন ঢাকার যাত্রাবাড়ির পাসপোর্ট যাত্রী মুন্নি খাতুন। সে জানায় ভারতের কাস্টমস এর কর্মকর্তাদের আচারন এতটা রুক্ষ যে তারা বাংলাদেশের পাসপোর্ট যাত্রীদের সাথে গরু ছাগলের মত ব্যবহার করে। এরা অর্থ ছাড়া আর কিছু বোঝে না।
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস সুপার আলমগীর এর সাথে কথা বললে তিনি বলেন, আমাদের কাছে কেউ এরকম অভিযোগ করে নাই। তাছাড়া এটা রাষ্ট্রীয় বিষয়।
Leave a Reply