জানা গেছে, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় তিনি বেপরোয়া চলাচল করে আসছিল। তাই পূর্ব শত্রুতা জের ধরে বেশ কয়েকবার সেলিমের নেতৃত্বে মারপিটের ঘটনাও ঘটেছে।
গেল (১১ জুলাই ২০২২) সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করাকে উদ্দেশ্যে করে বিবাদীরা বাড়ি থেকে রাস্তা দিয়ে যাচ্ছিল।
এসময় পূর্ব পরিকল্পিত ভাবে ১১নং আসামি আবুল বাশারের হুকুমে পথরোধ করে ধারালো দেশী অস্ত্র-সস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে বেশ কিছু নিরীহ মানুষকে কুপিয়ে জখম করা হয়।
এ সময় তাদের ডাক চিৎকারে আশে-পাশের মানুষ এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
গুরুত্বর আহতদের মধ্যে একজন মুক্তিযোদ্ধার সন্তানও রয়েছে।
এঘটনায় জামালপুর বকশীগঞ্জে বিজ্ঞ সি আর আমলী আদালতে একটি মামলা হয়। মামলা নং- সি আর ২০৯-(১)২০২২।
ওই মামলায় চেয়ারম্যান জে কে সেলিমসহ বেশ কয়েক জনকে আসামি করা হয়।
জানা গেছে, ৩নং পার-রামরামপুরের চেয়ারম্যান বিএনপি নেতা জে কে সেলিমের হুকুমেই মুক্তিযোদ্ধার সন্তানসহ নিরীহ মানুষদের ওপর হামলা চালানো হয়েছে।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত দেন। তদন্ত শেষে এর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।
৩নং পার রামরামপুরের চেয়ারম্যান জে কে সেলিম মিয়া এ মামলার ৭নং আসামি।
তিনি মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন ।
Leave a Reply