1. [email protected] : Dhaka Mail 24 : Dhaka Mail 24
  2. [email protected] : unikbd :
সোমবার, ০৫ জুন ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল সীমান্তের অবহেলিত জনপদের উন্নয়নের দাবিতে লড়াই সংগ্রামের অপরনাম- মফিজুর রহমান সজন যশোরে শার্শার পাঁচ ভুলাট সীমান্তে ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার নতুন অভিজ্ঞতায় এক যাত্রা বেনাপোল চেকপোষ্টে যাত্রীর পাসপোর্ট যাত্রীর পায়ু পথ থেকে ২০ পিস স্বর্ণসহ ৩ পাচারকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবির যৌথ অভিযানে ১৭ টি স্বর্ণের বার সহ ১ পাচারকারী আটক বেনাপোল চেকপোষ্টে যাত্রীর পায়ুপথ থেকে ৬শ৯৬ গ্রাম স্বর্ণ উদ্ধার প্রধান মন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল চোরাচালান রোধে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস এর তল্লাশি কার্যক্রম বৃদ্ধি।।আতঙ্কে চোরাচালানিরা।। বেনাপোলে ফেনসিডিল সহ আটক -১ বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল।। স্বাধীনভাবে বাঙালী জাতি মাথা উচু করে বেঁচে থাকুক পাকিস্তানি ভাবধারার মানুষ চায়নি ————-আশরাফুল আলম লিটন

পার রামরামপুরের চেয়ারম্যান জে কে সেলিম কারাগারে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৫৩১ বার পঠিত

পার রামরামপুরের চেয়ারম্যান জে কে সেলিম কারাগারে।

এম রানাঃ জামালপুর জেলার বকশীগঞ্জ থানার ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জে কে সেলিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।
একটি হত্যার চেষ্টা মামলায় মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় তিনি বেপরোয়া চলাচল করে আসছিল। তাই পূর্ব শত্রুতা জের ধরে বেশ কয়েকবার সেলিমের নেতৃত্বে  মারপিটের ঘটনাও ঘটেছে।
গেল (১১ জুলাই ২০২২) সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করাকে উদ্দেশ্যে করে বিবাদীরা বাড়ি থেকে রাস্তা দিয়ে যাচ্ছিল।

এসময় পূর্ব পরিকল্পিত ভাবে ১১নং আসামি আবুল বাশারের হুকুমে পথরোধ করে ধারালো দেশী অস্ত্র-সস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে বেশ কিছু নিরীহ মানুষকে কুপিয়ে জখম করা হয়।

এ সময় তাদের ডাক চিৎকারে আশে-পাশের মানুষ এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

গুরুত্বর আহতদের মধ্যে একজন মুক্তিযোদ্ধার সন্তানও রয়েছে।

এঘটনায় জামালপুর বকশীগঞ্জে বিজ্ঞ সি আর আমলী আদালতে একটি মামলা হয়। মামলা নং- সি আর ২০৯-(১)২০২২।
ওই মামলায় চেয়ারম্যান জে কে সেলিমসহ বেশ কয়েক জনকে আসামি করা হয়।

জানা গেছে, ৩নং পার-রামরামপুরের চেয়ারম্যান বিএনপি নেতা জে কে সেলিমের হুকুমেই মুক্তিযোদ্ধার সন্তানসহ নিরীহ মানুষদের ওপর হামলা চালানো হয়েছে।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত দেন। তদন্ত শেষে এর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।

৩নং পার রামরামপুরের চেয়ারম্যান জে কে সেলিম মিয়া এ মামলার ৭নং আসামি।

তিনি মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন ।


শেয়ারঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২২ Dhaka Mail 24
Developed By UNIK BD