গাজীপুর প্রতিবেদক
গাজীপুরে বেড়াতে আসা জামাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগে শনিবার শ্বশুর, স্ত্রী-শ্যালকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে গাজীপুর মহানগরীর পূবাইল থানার সাতানীপাড়া এলাকায়। নিহত রবিউল ইসলাম (২৮) টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার তুহিন তালুকদারের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন রবিউলের শ্বশুর শেরপুর জেলার শ্রীবর্দী থানা বালুঘাট গ্রামের আবুল কালাম আজাদ (৪৫), স্ত্রী কারিমা আক্তার (২২), শ্যালক হুমায়ুন কবির (১৯) ও শ্বশুরের বন্ধু শরীয়তপুর জেলার নড়ীয়া থানার আইটপাড়া গ্রামের মো. লিটন (৪৬)।
জানা গেছে, এক বছর আগে গার্মেন্ট শ্রমিক রবিউলের সাথে কারিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রী’র মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া লেগেই ছিল। গত ঈদের কেনাকাটা নিয়ে গত রোজার সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই জেরে ঈদের দুইদিন আগে কারিমা বাবার বাড়ি পূবাইল চলে আসে। বিভিন্ন সময়ে মোবাইল ফোনে ফিরে আসতে বললেও কারিমা আসেনি। গত ৫ই মে রবিবার রাতে রবিউল শ্বশুর বাড়িতে আসেন। বৃহস্পতিবার স্ত্রীর সাথে ফের ঝগড়া শুরু হলে শ্বশুর, স্ত্রী-শ্যালক ও লিটন মিলে তাকে গাছের সাথে বেঁধে বাশ দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় রাত ২টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে রবিউল ইসলাম মারা যান।
পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ৪ জনকে অভিযুক্ত করে এবং অজ্ঞাত আরো চার-পাঁচজনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার সকালে স্ত্রী, শ্বশুর শ্যালককে ও প্রতিবেশী লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।