গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর আবু বক্কর ও জাহাঙ্গীর গ্রেপ্তার
গাজীপুর প্রতিবেদক
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আবু বক্কর ও ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে আইনর্শৃখলা বাহিনী। তারা আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত।
জানা গেছে, র্যাব-১৫ এর একটি দল শনিবার কক্সবাজার থেকে আবু বক্করকে গ্রেপ্তার করে র্যাব-১ এর কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী লালন, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সম্প্রতি অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে তাঁর কুরুচিপূর্ণ একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। তিনি সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহাসান রাসেল ও মতিউর রহমান মতির ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক ছাত্র হত্যা মামলায় ৫২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেনকে শনিবার সন্ধ্যায় মুদাফার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।