গাজীপুরে সন্ত্রাসী মুক্তার গ্রেপ্তার
গাজীপুর প্রতিবেদক
গাজীপুর মহানগরীর পূবাইলের শীর্ষ সন্ত্রাসী মুক্তার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাড়িবাড়ির টেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুবাইল থানার পুলিশ।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তার মুক্তার হোসেন একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে মাদক, খুনসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে গাজীপুর মহানগর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।