গাজীপুরে বিলের মাটি কাটা নিয়ে বিএনপির
দুই গ্রুপের সংর্ঘষে আহত ১
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাউলতিয়ায় বিলের মাটি কাটা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আধিপত্যের জের ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এক ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। তাকে শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় ভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিল থেকে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল একটি পক্ষ। ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে স্থানীয় বিএনপি নেতা মো. তোফাজ্জল হোসেন ও মো. নজরুল ইসলামের মধ্যে বিরোধ দেখা দেয়। শুক্রবার বিকেলে তাদের মধ্যে বাগবিতন্ডা বাধে। এক পর্যায়ে নজরুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তোফাজ্জল হোসেনের ভাতিজা মো. হিমেল হোসেনের মাথায় আঘাত করে। এতে হিমেলের মাথা ফেটে রক্তাক্ত জখম হয় হিমেল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করে।
আহত ফাহিমের চাচা তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।