‘নৌকা পেলেই সত্যিকারের আওয়ামী লীগ হয় না’ মন্তব্য মুক্তিযোদ্ধা আলিম উদ্দিনের
গাজীপুর প্রতিবেদক
‘নৌকা প্রতীক পেলেই সত্যিকারের আওয়ামী লীগ হয় না’, বৃহস্পতিবার দুপুরে এমন মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী আলিম উদ্দিন। ওইদিন তিনি আরে বলেছেন, ‘দলের অনুমতি নিয়েই আমি প্রার্থী হয়েছি। সারা জীবন আওয়ামী লীগ করে আসছি। অর্জিনাল আওয়ামী লীগ আমি।’
গাজীপুর-২ আসনটি গাজীপুর মহানগরীর ১৯ থেকে ৩৮, ৪৩ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড এবং গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
গাজীপুর শহরে একটি ক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্ন প্রসঙ্গে বলতে গিয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলিম উদ্দিন আরো বলেন, ‘গাজীপুরের আওয়ামী লীগকে সংগঠিত করেছি আমি। আজ যারা গাজীপুরে আওয়ামী লীগ দাবি করছে, তাদের অনেকেই নকল আওয়ামী লীগ। অন্য তারা আওয়ামী লীগকে ধ্বংস করেছে, বিভাজন করেছে। ওদের ভোট দিলে আওয়ামী লীগকে ভোট দেওয়া হবে না। যখন আজমত উল্লাহ খান সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন, তখন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপির প্রার্থী অধ্যাপক এম এ মান্নানকে বিজয়ী করা হয়েছে। তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেনি। ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দল সমর্থন দিলে আমি চেয়ারম্যান প্রার্থী হই। তারা আমার বিরুদ্ধে আরেকজনকে প্রার্থী দাঁড় করায়। পাশ করে যায় বিএনপি। আমাকে ভোট দিলে সত্যিকারের আওয়ামী লীগকে ভোট দেওয়া হবে। আমি আওয়ামী লীগেরই প্রার্থী। প্রার্থী হতে জননেত্রী শেখ হাসিনা আমাকে অনুমতি দিয়েছেন।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কাজী আলিম উদ্দিন দাবি করেন, ৫৩ বছরে তিনি আওয়ামী লীগ থেকে এক সেকেন্ডের জন্যও বিচ্যুত হননি। গাজীপুরকে বলা হতো দ্বিতীয় গোপালগঞ্জ। গাজীপুরের আওয়ামী লীগ ছিল বাংলাদেশের একটা মডেল আওয়ামী লীগ। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। আক্ষেপ করে বলেন, যাঁরা জীবনে ছাত্রলীগ করেননি, যুবলীগ করেননি, আওয়ামী লীগের জন্য কোনো দিন মিছিল করেননি, মিটিং করেননি, হঠাৎ করে তাঁরা আওয়ামী লীগ হয়ে গেছেন। তাঁরাই আওয়ামী লীগকে ধ্বংস করে দিচ্ছেন।