শাহীন মোল্লা
গাজীপুর গ্রেপ্তার এড়াতে পালিয়ে আশ্রয় নিয়ে ছিলেন ময়মনসিংহে। কিন্তু শেষ রক্ষা হয়নি। দুই মামলার দেড় বছরের সাজাপ্রাপ্তসহ ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী প্রতারক মোবারক হোসেন গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগরীর পূবাইল থানার পুলিশ।
গ্রেপ্তার মো. মোবারক হোসেন (৫০) পূবাইলের বড়াদল এলাকার মো. মোতাহার শেখের ছেলে।
পুবাইল থানার ওসি মো. কামজ্জামান জানান, মোবারক হোসেনের সবগুলো মামলায় চেক প্রত্যাখ্যানের। ৯ লাখ টাকা জরিমানাসহ একটি মামলায় এক বছর এবং অন্য একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত তিনি। সোমবার গাজীপুর মহানগর আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।