কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের প্রধান
কারারক্ষী ইয়াবাসহ গ্রেপ্তার
গাজীপুর প্রতিবেদক
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিট কারাগারে প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তল্লাশী করে তাকে আটক করেছিল।
গ্রেপ্তার সাইফুল ইসলাম (৫২) চাঁদপুরের মতলব থানার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২ টার দিকে প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারে প্রবেশ করতে যান। এ সময়ে অন্য রক্ষীরা তাকে তল্লাশী করেন। এ সময় তার প্যান্টের ডান পকেট ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। এর পর তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওই কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, প্রবেশের সময় সব কারারক্ষীকে তাল্লাশী করা হয়। প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম গেইটের ডিউটিরত কারার্ক্ষীদের এরিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। তার পরও তাকে তল্লাশী করা হয় এবং ইয়াবা উদ্ধার হয়। তার বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা গ্রহন করা হবে।
কোনাবাড়ি থানার ওসি জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় কারারক্ষী সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ট্রাক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় তল্লাশীকালে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে কারারক্ষীরা। এছাড়াও গত সেপ্টেম্বর ২০০ পিস ইয়াবাহসহ কাশিমপুর কারাগার-২ এর কারারক্ষী মতিউর রহমান আটক হন।