ট্রাক নিয়ে ছুটছেন মাহি
রাজশাহী প্রতিবেদক
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী প্রতীক ট্রাক। রিটার্নিং অফিসারের কাছ থেকে পছন্দের প্রতীক বরাদ্ধ পেয়েই ট্রাক নিয়ে তিনি ছুটে চলেছেন নির্বাচনী এলাকার পাড়া-মহল্লায়।
এর আগে সোমবার সকাল ১০টায় রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদের কার্যালয়ের প্রতীক গ্রহণ করেন মাহিয়া মাহি।
প্রচারের কৌশল হিসেবে তিনি ট্রাক প্রতীক বেছে নিলেন বলেও জানান।
আসনের নির্বাচনের অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক না চওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাকে সরাসরি এ প্রতীক বরাদ্দ দেন।
সোমবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা মাহিয়া মাহির কাছে জানতে চান তার পছন্দের কোনো প্রতীক আছে কি না।
এ সময় মাহি জানান, তার পছন্দের প্রতীক ট্রাক। অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক না চাওয়ায় রিটার্নিং কর্মকর্তা প্রতীকটি মাহিকেই বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দ শেষে মাহিয়া মাহি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকাই সিনেমার আলোচিত এ অভিনেত্রী বলেন, প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর অনেকেই বলবেন তার ট্রাক খাদে পড়ে যাবে। চাকা পাংচার হয়ে যাবে। এতে তার প্রচার বেড়ে যাবে। এ কারণে তিনি ট্রাক প্রতীক বেছে নিয়েছেন।
মাহি বলেন, শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই নির্বাচনে এসেছি। আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে।
প্রতীক পেয়েই প্রচারে ছুটেন এ নায়িকা।