গাজীপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী আ ক ম মোজাম্মেল হকের পথসভায় বক্তব্য রাখছেন আজমতউল্লা খান
গাজীপুর প্রতিবেদক
গাজীপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজম্মেল হকের নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছেন অ্যাডভোকেট মো. আজমতউল্লা খান। বুধবার সকাল থেকে তিনি গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার মোজার মিল, চক্রবর্তী টেক, লতিফপুর, ভবানীপুর বটতলা, লস্কর চালা, লোহাকৈর মাজার, পানিশাইল প্রভৃতি সভায় উপস্থিত থেকে বক্তব্য রেখে মন্ত্রীর জন্য ভোট প্রাথর্না করেন।
এসব সভায় আজমতউল্লা খান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা নৌকা। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট থেকে নির্বাচনী প্রচারনা শুরু করে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেও নৌকার জন্য ভোট চেয়েছেন। আওয়ামী লীগ থেকে অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের শ্লোগান দিয়ে অন্য মার্কায় ভোট চাইছেন। নানান কথা বলছেন। কিন্তু প্রধানমন্ত্রী গাজীপুর-১ আসনে নৌকা তুলে দিয়েছেন সকলের প্রিয় নেতা আ ক ম মোজাম্মেল হককে। উন্নয়নের স্বাথে আপনারা তাকে ভোট দিয়ে আবার নির্বাচন করুণ’।
আজমতউল্লা খান গাজীপুর উন্নয়ন কতৃর্পক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি সরকারী সুবিধাভোগী অতিরিক্ত সচিব পদমর্যাদার সরকারী কর্মকর্তা। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী একজন সরকারী কর্মকর্তার কোন প্রার্থীর পক্ষে ভোট প্রার্থণা বা নির্বাচনী কাজে অংশগ্রহনের সুযোগ নেই।
এ বিষয়ে জানতে মোবাইলে ফোন দেওয়া হলেও রিসিভ করেননি আজমতউল্লা খান।