গাজীপুর প্রতিবেদক
গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী রুমানা আলী টুসি বলেছেন, ‘কয়েকটি দলের ভোট বর্জনের আহবান প্রত্যাখান করে উন্নয়নের পক্ষে রায় দিতে মানুষ দল বেধে আগামী ৭ জানুয়ারি ভোট দিতে ভোট কেন্দ্রে আসবে। গাজীপুরে বিশেষ করে গাজীপুর-৩ আসনে ভোট বিপ্লব ঘটবে। আপনারা আমার বাবা মরহুম অ্যাডভোকেট মো. রহমত আলীকে ৫ বার ভোট দিয়ে এই আসনের এমপি নির্বাচিত করে সংসদে পাঠিয়ে ছিলেন। তিনি এই আসনের উন্নয়নের জন্য কি কাজ করেছেন আপনারা জানেন। আমাকেও ভোট দিয়ে নির্বাচিত করুন, বাবার মতই বিপদে-আপদে আপনাদের পাশে থাকব’।
বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর পৌর এলাকার সিনেমা হল সংলগ্ন মাঠে নিজের শেষ নির্বাচনী প্রচারনা সভায় এসব কথা বলেন টুসি।
জনসভা সফল করতে দুপুর থেকেই বিশাল বিশাল মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে জনসভায় উপস্থিত হতে থাকে কর্মী সমর্থকরা। শুরুর আগেই জনসমুদ্রে পরিনত হয় জনসভা। বিকেল ৩টায় টুসি জনসভায় উপস্থিত হলে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো এলাকা। জবাবে টুসি হাত এবং জাতীয় পতাকা নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানান।
বক্তব্যে টুসি আরো বলেন, ‘নৌকায় ভোট দিন, এলাকায় শান্তি প্রতিষ্ঠা করবো। আমার পিতা মরহুম পিতা অ্যাডভোকেট রহমত আলী দীর্ঘদিন শ্রীপুরের মানুষের সেবা করে গেছেন । এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। আমার পিতার স্বপ্ন বাস্তবায়ন এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে’।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জামিল হাসান দূর্জয়। বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রিনা পারভীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, ছাত্রলীগ নেতা সুলতান সিরাজ, নাসির মোড়ল প্রমুখ।