শাহীন মোল্লা, গাজীপুর
অধ্যাপক রুমানা আলী টুসি প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দের বন্যা বইছে তাঁর নির্বাচনী এলাকা গাজীপুরের শ্রীপুরে। বুধবার সন্ধ্যায় মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেন। গণমাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়লে শ্রীপুর এবং সদর উপজেলার ভাওয়াল গড়, পিরুজালী ও মির্জাপুর ইউনিয়নের আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে উল্লাসে মেতে উঠে। টুসিকে স্বাগত এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শ্লোগান দেয় তারা। চলে মিষ্টি বিতরন।
টুসির আগে শ্রীপুর থেকে প্রথম প্রতিমন্ত্রী হয়ে ছিলেন তার বাবা প্রয়াত অ্যাডভোকেট মো. রহমত আলী। তিনি টানা ৫ বার এই আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসর পর ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকারের সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন তিনি। ২০২০ সালের ১৬ ফেব্রæয়ারী তিনি মারা যান। ২০১৮ আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত কোটায় সংসদ সদস্য নির্বাচিত হন টুসি। দ্বাদশ সংসদ নির্বাচনে দল তাকে বাবা রহমত আলীর গাজীপুর-৩ আসন থেকে মনোনয়ন দেন। প্রথমবার নৌকা নিয়ে প্রার্থী হয়েই বাজিমাত করেন রহমত কন্যা রুমানা আলী টুসি। বিদায়ী সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজকে ২৪ হাজার ৫২২ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
টুসির প্রতিমন্ত্রী হওয়ার খবরে ইচ্ছাস প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের অধ্যাপক মো. হাবিবুর রহমান মৃধা বলেন, ‘আমরা অনেক অনেক আনন্দিত। এ আনন্দ প্রকাশের ভাষা নেই। টুসিকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই’।
শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্ডল বুলবুল বলেন, ‘আমাদের প্রাণের দাবি পূরণ হয়েছে। আজ শ্রীপুরের মানুষ আনন্দিত’।