বিনোদন প্রতিবেদক
দেশোর জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ আজ বিয়ের পিঁড়িতে বসবেন। ১০ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর বাসার ছাদে গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। বর আবু সাইয়িদ রানা একজন লেখক ও নির্মাতা।
মৌসুমী ইতিপূর্বে রানার লেখা গল্পে অভিনয় করেছেন। ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ ছিল তাঁদের দুজনার অন্যতম কাজ।
বিয়ে প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘রানার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। সেখান থেকেই ভালো লাগা ও ভালোবাসা। চমৎকার একজন মানুষ তিনি। তার সঙ্গে চলার পর মনে হয়েছে, নির্ভরতার জায়গা পেয়েছি। এমন একজনকে নিয়ে একটা জীবন পাড়ি দেওয়ার চ্যালেঞ্জটা নেওয়া যায়। রানা সাদা মনের মানুষ। আমি জীবনসঙ্গী হিসেবে তার মতো মানুষই সব সময় চেয়েছি। আশা করছি, আমাদের জীবনটা আরো পরিপূর্ণ এবং আনন্দময় হবে।’
অভিনেত্রী আরো বলেন, ‘তিন বছর ধরে পরিবার থেকে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তবে ভালো একজন জীবনসঙ্গী খুঁজছিলাম। এরই মধ্যে রানার সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা। পরে আমরা দুজনই পরিবারকে জানিয়েছি। দুই পরিবার রাজি হওয়ার পর এই আনুষ্ঠানিকতা। আমার পরিবারের সবাই সাতক্ষীরা থাকে। সেখান থেকেই তারা ঢাকায় এসেছে। আমার বিয়ে নিয়ে তাদের আনন্দের সীমা নেই। অনকে খুশি তারা’