আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলি জাহাজগুলোকে টার্গেট করায় ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সহায়তা করেছে বৃটেন। হামলার পর বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। শুক্রআর অপরিশোধিত তেলের দাম বেড়েছে চার শতাংশেরও বেশি। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়েছে, বেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৮০ ডলারে। এই অবস্থা চলতে থাকলে রাশিয়ার আক্রমণের সময় তেলের দাম যেভাবে বৃদ্ধি হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃটিশ সরকারের আশঙ্কা প্রতিশোধের আকাঙ্খা থেকে হুতিরা যদি লোহিত সাগরে জাহাজগুলোকে আরও বেশি টার্গেট করে তাহলে কার্গো চলাচলে যে ভয়াবহ প্রভাব পড়বে, তাতে জ্বালানি বাজারে বড় ঝাঁকুনি সৃষ্টি হতে পারে।
এর আগে রয়টার্স জানিয়েছিল, হুতিদের ওপর যুক্তরাষ্ট্র ও বৃটেনের হামলার পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ২৫ ডলার হয়েছে। অন্যদিকে ডবিøউটিআই ক্রুডের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৮৬ ডলারে দাঁড়িয়েছে। হুতিদের হামলার কারণে বেশকিছু বৈশ্বিক শিপিং জায়ান্ট তাদের জাহাজগুলোকে লোহিত সাগর থেকে দূরে সরিয়ে নিচ্ছে। এর পরিবর্তে তারা গোটা আফ্রিকা মহাদেশ ঘুরে চলাচল করছে।