অনলাইন ডেস্ক
‘আনুষ্ঠানিক ঘোষণা আসুক না আসুক, জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে’ বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য জিএম কাদের বলেছেন। তিনি সোমবার দুপুরে রংপুরের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।
সংসদে জাতীয় পার্টির ভূমিকা প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘গত সংসদেও আমরা জনগণের পক্ষে কথা বলেছি। এবারও সরকারের দুর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বিরুদ্ধে সোচ্চার থাকবো। আমরা সরকারের বিরুদ্ধে দলীয়করণ, বিদেশে অর্থ পাচারসহ সব বিষয়ে কথা বলেছি। দেশের জনগণ বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকার প্রশংসা করেছে। আগামীতেও আমরা জনগণের পক্ষে কথা বলবো। আইনবিরোধী যে কোনো কর্মকান্ডে আমাদের কণ্ঠ সোচ্চার থাকবে।’
জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ‘কম হলেও আমরাই সর্বোচ্চ আসন পেয়েছি। বিরোধী দল হিসেবে আমাদের থাকার কথা, কিন্তু এখন পর্যন্ত স্পিকার বা সংসদ থেকে আমরা কোনো চিঠি পাইনি। তবে চিঠি পাই না পাই, আমরা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবো।’
সরকারের সামনে চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এটিকে নিয়ন্ত্রণ করা আর রাজনৈতিক অস্থিরতা, এ দুটো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকার কতটুকু সফল হবে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। সময় সব বলে দেবে। দেশের অর্থনীতি নাজুক অবস্থায় রয়েছে। মুদ্রার মান কমছে। মানুষ চাকরি হারাচ্ছে। নতুন করে চাকরি না পেয়ে অনেকেই বেকারত্ব নিয়ে অমানবিকভাবে দিন কাটাচ্ছে। এসব বিষয়ে সরকারকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’
মতবিনিময়কালে মহানগর জাপা সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাপা নেতা আব্দুর রাজ্জাকসহ অন্য নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। পরে তিনি স্টেশন এলাকায় বিহারি ক্যাম্প পরিদর্শন এবং গুদরি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।