গাজীপুর প্রতিবেদক
গাজীপুরে একটি দোকান থেকে ১৩ ড্রাম তেল চুরি করে নিয়ে গেছে একদল চোর। গত ২২ জানুঢারি দু:সাহসিক এ চুরির ঘটনা ঘটেছে জেলার শ্রীপুর উপজেলার ভাওয়াল রাজাবাড়ি বাজারের মেসার্স খান বাদার্স ব্যবসা প্রতিষ্ঠানে। লুণ্ঠিত তেলের দাম ৩ লাখ ৬৫ হাজার টাকা বলে জানা গেছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
দোকান মালিক মাসুদ খান জানান, তিনি পাইকারি ব্যবসা করেন। সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার সকাল ৯টার দিকে দোকান খুলতে এসে দেখেন দোকানের সামনে রাখা সোয়াবিন তেলভর্তি ১১টি ড্রাম এবং ডিজেলভর্তি ২টি ড্রাম নেই। এসব তেলের দাম ৩ লাখ ৬৪ হাজার ৯৯৬ টাকা। পাশের একটি ব্যাংকের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখতে পান, অজ্ঞাত পরিচয় কয়েকজন চোর তেলের ড্রামগুলো বড় একটি পিকআপে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ড্রম উঠানোসহ চলে যেতে সময় লেগেছে ২৯ মিনিট। বাজারে পাহাগাদার থাকার পরও ঘটনাটি রহস্যজনক। ওইদিনই তিনি এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পুলিশ এখনো তেল উদ্ধার বা জড়িত কাউকো গ্রেপ্তার করতে পারেনি।
প্রভাবশালী মহলের সম্পৃক্ততা ছাড়া বাজারে এতো বড় চুরির ঘটনা সম্ভব নয় বলেও জানান বাজারের সাধারণ ব্যবসায়ীরা।
‘রাজাবাড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সংস্থ্যার’ মাধ্যমে পরিচালিত হয় বাজার ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন খান জানান, গত ৭ জানুয়ারি নির্বাচনের পরদিন ব্যবসায়ী মামুন তার কাছ থেকে অফিসের চাবি ছিনিয়ে নিয়ে যায়। তারপর থেকে মামুনই পাহাড়াদারসহ সবকিছু দেখাশোনা করে আসছেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে রাখেন। মঙ্গলবার চুরির ঘটনা জানাজানি হলে যুবলীগ নেতা কমরউদ্দিনের নির্দেশে মামুন তাকে চাবি ফেরত দেন। তিনি চুরির ঘটনা উদঘাটনের জন্য পুলিশ ও প্রশাসনের কাছে সহায়তা কামনা করেন।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান জানান, আলোচিত চুরির ঘটনায় তদন্ত চলছে। প্রাপ্ত সিসি টিভি ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পিকআপ ও চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।