ডেস্ক প্রতিবেদক
ফের বিভক্তি দেখা দিয়েছে জাতীয় পার্টিতে (জাপা)। গত বৃহস্পতিবার জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পদত্যাগ করেন ৬৭১ জন নেতা-কর্মী। ঘোষণা আসে তৃণমূল জাতীয় পার্টি গঠনের। এরই মধ্যে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক এরশাদরপন্থী বেগম রওশন এরশাদ রবিবার দলের তৃণমূলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসায় এ সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার বিকেলে জাতীয় পার্টির ‘রওশনপন্থী’ নেতাদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভিভাবকহীন হয়ে পড়ে জাতীয় পার্টি। দল রক্ষায় তৃণমূল নেতা-কর্মীরা রওশান এরশাদেও প্রতি আহ্বান জানান। ওই আহ্বানে সাড়া দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলের প্রার্থী ও তৃণমূলের নেতাদের সঙ্গে তিনি সভা করবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রওশন এরশাদ যোগ্য ও ত্যাগী নেতাদের মনোনয়ন নিশ্চিত না হওয়ায় নিজের স্বার্থ ত্যাগ করে নির্বাচনে অংশ নেননি। এর মাধ্যমে প্রমাণ হয়েছে তিনিই জাতীয় পার্টির যোগ্য অভিভাবক।