শাহীন মোল্লা, গাজীপুর
গাজীপুরে স্কুল পরিবর্তন করে অন্য স্কুলে ভর্তি হওয়ায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। শনিবার এ ঘটনা ঘটেছে নগরীর পূবাইল থানার কুদাব এলাকায়। এ ব্যাপারে শিশুর মা নাজমা বেগম বাদি হয়ে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত যুবলীগ নেতা মামুন ভূইয়া স্থানীয় ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষক ও প্রতিষ্ঠিতা। তিনি ৪০ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক প্রার্থী।
নাজমা বেগম জানান, স্বামী-সন্তান নিয়ে তিনি কুদাব বাগিচা এলাকার মো. রোমানের বাড়িতে ভাড়া থাকেন। তার ছেলে নাসির হোসেন (১০) ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। তিন বছর ধরে সে ওই স্কুলে পড়ে। প্রতিনিয়ত শারীরিকভাবে নির্যাতন করায় বেশ কিছুদিন ধরে তার ছেলে স্কুলে যেতে অনাগ্রহ প্রকাশ করে। এ কারণে জানুয়ারীর শুরু দিকে ছেলেকে স্থানীয় ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলে ভর্তি করেন। শনিবার ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে নাসিরকে পেয়ে শিক্ষক মামুন ভূইয়া তার গলায় ধরে টেনে হেচড়ে পাশের গলিতে নিয়ে বেদম মারধর করে। গলায় টিপে ধরায় যন্ত্রনায় ছাটফট করতে দেখে পথচারীরা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। মারধরের কারণ জানতে চাইলে মামুন ভূইয়া শিশুটিকে জানে মেরে ফেলার এবং গুম করবে হুংকার দেয়। বিকেলে শিশুটি চিকিৎসার জন্য টংগীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত মামুন ভূইয়র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলেন, ‘এ ধরনের কোন ঘটনা ঘটেনি’।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান রবিবার সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।