নিহত রেজা সাইদ আল মামুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈওে কলেজশিক্ষক বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগগ উঠেছে ছোট ভাই ভাতিজার বিরুদ্ধে। জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটে। রোববার বিকেলে উপজেলার সাজনধরা গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত রেজা সাইদ আল মামুন (৫৫) কালিয়াকৈরের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এবং সাজনধরা গ্রামের মৃত হাজী আফাজ উদ্দিনের ছেলে ছিলেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই মজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্য পালাতক রয়েছেন।
পরিবারের সুত্র জানায়, মামুন বিকেলে বাড়ির সামনের জমির সীমানার আইল ঠিক করছিলেন। এ সময় ছোট ভাই মজিবুর রহমান দুই ছেলেসহ কয়েকজন মামুনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
পরিবারের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রভাষক রেজা সাইদ আল মামুনের সঙ্গে ছোট ভাই মজিবুরর রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ বিকেলে জমির সীমানার আইল ঠিক করার সময় ছোট ভাই মজিবুর রহমান এবং তার ২ ছেলে সুমন রহমান ও সেজান রহমান লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মামুনকে গুরুতর জখম করে। আত্মরক্ষার্থে তিনি দৌড়ে নিজ ঘরে আশ্রয় নেন। এ সময় তার স্ত্রী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য আবুল হাশেম বলেন, পৈত্রিক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একাধিকবার বসা হলেও বিষয়টি নিয়ে মীমাংসা হয়নি।
কালিয়াকৈর থানার এসআই ফেন্সি জুয়েল বিশ্বাস বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ওই হত্যাকান্ড ঘটেছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন।