মালামালসহ গ্রেপ্তার ৪ ডাকাত
শাহীন মোল্লা
গাজীপুর মহানগরীর পূবাইলে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে লুট করা আংশিক মালামাল।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের কোতোয়ালি থানার চরহাসাদিয়া গ্রামের মো. ফারুক, নেত্রকোনার বারহাট্টা থানার সাগর আলী, শরীয়তপুরের সখিপুর থানার রাসেল হাওলাদার ও একই জেলার গোসাইরহাট থানার মো. লোকমান।
রোববার সকালে তাদের আদালতে পাঠালে বিচারক জেল হাজতে নির্দেশ দেন।
জানা গেছে, গত ২৯ জানুয়ারী রাত আনুমানিক তিনটার দিকে গাজীপুর নগরীর পূবাইল ৪০ নং ওয়ার্ডের কুদাব মধ্যপাড়ার বাসিন্দা ওকাল উদ্দিনের বাড়িতে এক দল ডাকাত হানা দেয়। ঘরে ঢুকে ভাড়াটিয়াসহ সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। পওে মুখোশধারী ডাকাত দল সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, নগদ ১৩ হাজার টাকা, দুইটি দামী এন্ড্রয়েড মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন গৃহকর্তা ওকাল উদ্দিন বাদী হয়ে পূবাইল থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, বিভিন্ন জেলায় অভিযান চলিয়ে শনিবার রাতে ওই ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের তাছ লুণ্ঠিত আংশিক মালামাল উদ্ধার হয়েছে।